প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার সীমান্ত যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালি বিক্রি করা মোশাহিদ হোসেন রানু মিয়াকে চাঁদা না দেওয়ায়, বালি পাথর ব্যাবসায়ী গরকাঠি গ্রামের আশ্রাফ তালুকদার (৫৫) ও তার ছেলে জুবায়ের আহমেদ২৪) কে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ।

সোমবার সকালে ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর তীরে বাঁশ বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে যানাযায় আশ্রাফ তালুকদার একজন বালি পাথর ব্যাবসায়ী কিছুদিন পুর্বে রানু মিয়া আশ্রাফ তালুকদারের নিকট পাঁচ লক্ষ টাকা চাদা দাবী করে অন্যতায় ব্যাবসা বব্ধ করে দেবে বলে হুমকি প্রদান করে। আশ্রাফ তালুকদার সোমবার সকালে তার নৌকার কাছে যাওয়ার পথে আগে থেকে উৎপেতে থাকা আবুল কালাম ৫৫ রানু মিয়া ৪৮ তালহা ৩৫ রুবেল ৩৮ সহ তার সহযোগিরা চলার পথ রূদ করে চাঁদা দাবি করলে আশ্রাফ তালুকদার তাদের সাথে তর্কে জড়ালে সন্ত্রাসীরা দেশীয় আশ্র দিয়ে কুপিয় জখম করে ফেলে রেখে যায়।
পরে তাদের পরিবারের লোকজন খবর পেয়ে ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর পাড় বাঁশ বাগান এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় আশ্রাফ তালুকদার ও তার ছেলে জুবায়েরকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

মামলার বাদী বোরহান উদ্দিন জানান বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা মোশাহিদ হোসেন রানু ওরফে রানু মেম্বার ও আবুল কালামের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীর সরকারি পুকুর পাড়, বড়টেক পাকা রাস্তার মাথা ও বাশঁ বাগান এলাকায় অবৈধভাবে পাড় কেটে কোটি কোটি টাকার খনিজ বালু উত্তোলন করে বিক্রি করে আসছে৷তাদের অত্যাচারে অতিষ্ঠ এই এলাকার সাধারণ ব্যাবসায়ী ও জনগন তাদের কাজে কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে বর্বর অত্যাচার এই সকল চাঁদা বাজদের হাত থেকে সাধারণ ব্যাবসায়ীদের রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ