প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলা সদর হয়ে সুনামগঞ্জ জেলা শহরের সাথে মধ্যনগর, ধর্মপাশা, নেত্রকোনার যাতায়াতের একমাত্র মাধ্যম হলো তাহিরপুর মধ্যনগর সড়ক। এই সড়ক ব্যাবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন পর্যটকরা ঘুরতে আসেন টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রীলেক, শিমুল বাগান, আর সেই সড়কে পাটাবুকা গ্রামের পিছনে বাশের চাটাই ফেলে হাজার হাজার মানুষের প্রতিবন্ধকতা তৈরি করে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আাদায় করছে চাঁদাবাজ চানরুল ও তার বাহিনীর লোকজন।অনেক পর্যটক টাকা দিতে অসম্মতি প্রকাশ করলে কিংবা কম দিলে তার সাথে অশুভ আচরন করে চানরুল ও তার বাহীনি।
বাশের চাটাই দিয়ে চাঁদা আাদায়কারী চানরুল মিয়া বলেন, আমি প্রতি বছরেই বাশের চাটাই দিয়া চাঁদা আদায় করি। প্রশ্ন ছিল পরিষদ থেকে এটা কোন লিজ দেওয়া হয়েছে কি? তিনি বল্লেন পরিষদ লিজ দেওয়ার দরকার নাই আমি আমার জায়গায় টেকা তুলমো পরিষদ আবার কে।মানুষের সাথে খারাপ আচরনের প্রশ্নে তিনি বলেন আমাকে টাকা কম দিলে আমি তাকে চুমা দিমু নাকি।তিনি গর্ভ করে বলেন আমাকে চাঁদা না দিলে এইদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিমু ।
শুক্রবার স্বরজমিন গিয়ে দেখা যায় চানরুল ও তার বাহিনী রাস্তার পাশে দোকান ঘর বসিয়ে প্রতিটি মোটরসাইকেল যাত্রী থেকে ২০ থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে সেই যাত্রীর উপর নেমে আসে পৈশাচিক নির্যাতন।
তাহিরপুর মধ্যনগর রাস্তায় মোটরসাইকেল চালক জিহাদ হাসান বলেন, আমি বৃহস্পতিবার রাত্রে দুজন যাত্রী নিয়ে মধ্যনগর থেকে তাহিরপুর আসছিলাম, পাটাবুকা গ্রামের পাশে দোকান ঘরের সামনে আসার পর হটাৎ করে একটি লোক পিছন থেকে গাড়িকে ঝাপটিয়ে ধরে, আমি গাড়ি বন্ধ করলে চানরুল দোকান ঘর থেকে বেড় হয়ে যাত্রীদের নিকট টাকা দাবি করে,যাত্রীরা টাকা দিতে না চাইলে চানরুল তাদের সাথে খারাপ আচরন করে, এবং তাদের উপর চড়াও হয়। চানরুল প্রতিদিন যাত্রীদের সাথে অসদাচরণ করে চাঁদার জন্য, কিছু বল্লে সে বলে আমার উপর মাস্তান নেই কেউ আমার কিছু করতে পারবেনা।
নেত্রকোনা থেকে শিমুলবাগান গুরতে আসা এক পর্যটক মুহিব হাসান জানান, মধ্যনগর থেকে মোটরসাইকেল যোগে পাটাবুকা গ্রামের সামনে আসার পর যখন আমার কাছে টাকা দাবি করলো আমি বল্লাম কিসের টাকা তখন একটা লোক আমাকে বাজে কথা বলে টাকা আদায়ের চেষ্টা করলো। আমি তখন মানসম্মানের দিকে তাকিয়ে তাকে টাকা দিয়ে আসতে হলো। এই এলাকায় কি প্রশাসনের কোন নজরদারী নেই। যে যেভাবে পারে মানুষের চলাচল বিঘ্ন ঘটিয়ে টাকা নেবে এটা কি মঘের মুল্লুক নাকি।এই রকম চলতে থাকলে এলাকার বদনাম হবে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাকেরিন আলম শিমুল বলেন, আমরা পরিষদ থেকে কাউকে কোন লিজ দেইনি, কে বা কাঁহারা চাঁদা আদায় করছে আমার যানানেই। যদি কেউ জনগনের চলাচলের বিঘ্ন ঘটিয়ে চাঁদা আদায় করে প্রচলিত আইনে তার ব্যাবস্থা গ্রহন করবে প্রশাসন। আমরা পরিষদের পক্ষ থেকে নিষেধ করেছি কেউ কোন টাকা উত্তলন করতে পারবেনা।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন,তাহিরপুর থেকে মধ্যনগর যাতায়াতের রাস্তায় পাটাবুকা গ্রামের পিছনে বাশের ছাটাই দিয়ে টাকা আদায় করছে আমি শুনেছি। পরিষদ থেকে কেন ধরনের লিজ দেওয়া হয়নি।আমি ইউপি সদস্যকে দিয়ে নিষেধ করেছি যেন কেউ টাকা তুলতে না পারে।কেউ অবৈধভাবে টাকা তুল্লে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, জনগনের চলাচলের বিঘ্ন ঘটিয়ে কেউ চাঁদা দাবি করলে কিংবা চাঁদা আদায় করলে তার বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest