ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিমের মাতার দাফন সম্পন্ন প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিমের মাতার দাফন সম্পন্ন প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধিঃ  ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাতক প্রতিনিধি আব্দুল আলিমের মাতার দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) দুপুর ২টায় উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। বুধবার (২৬ফেব্রুয়ারী) রাত ১২.১০ ঘটিকায় ছাতক শহরের বাসায় ইন্তেকাল করেন তিনি। এদিকে, মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, নির্বাহী সদস্য রাজ উদ্দিন ও তমাল পোদ্দার, সদস্য আমীর আলী,হামিদুর রহমান বাবলু, নাসের, সুজন তালুকদার, জামিল আহমদ শোকাবহ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ