প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে ফসলি জমি থেকে অন্যত্র মাটি বিক্রির অপরাধে ভেকু ( খননযন্ত্র ) মালিক মোঃ রয়েল মিয়া (৩০) কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ২ টার দিকে ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ রয়েল মিয়া মোহনগঞ্জ উপজেলার বানেরশর গ্রামের মৃত রহেদ মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফসলি জমির মাটি কাটার অপরাধে মালিক মোঃ রয়েল মিয়াকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান বলেন, ওই ভেকু (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অনত্র নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে খননযন্ত্রের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন অসাধু মাটি ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest