বড়কাপন দক্ষিণ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা”র মোহতামিম মাওঃ শরিফ আহমদের রাজকীয় বিদায়

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বড়কাপন দক্ষিণ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা”র মোহতামিম মাওঃ শরিফ আহমদের রাজকীয় বিদায়

সুজন তালুকদার, ছাতক : ছাতকের বড়কাপন দক্ষিণ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা”র মোহতামিম মাওলানা শরিফ আহমদ শরিফ কে রাজকীয় বিদায়। ২২ ফেব্রয়ারি শনিবার বিকেলে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে তাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি,জাউয়া বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুন নূরের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি মাওলানা শরিফ আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিগত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধীপ্রার্থী,মধ্যপ্রাচ্য সৌদি আরব প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী হাজী আফরোজ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা জাহির আলী,মাওলানা জুনাইদ আহমেদ, মাদ্রাসার কোষাধ্যক্ষ সামছুদ্দিন আহমদ সুমন,সমাজকর্মী আনোয়ার হোসেন বরকত,মাস্টার দবির হোসেন,আব্দুল কাদির, শিক্ষার্থী লাহিন আহমদ,হাফিজ সোহাগ আহমদ, হোসাইন আহমদ প্রমূখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন,মাওলানা সাজিদুর রহমান,মোহাম্মদ আলী, প্রবীন মুরব্বি জমসিদ আলী ও হাফিজ মাওলানা জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, এলাকার লোকজনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা। এলাকা ও মাদ্রাসার পরিচালনা কমিটি, শিক্ষার্থীরা বিদায়ী সংবর্ধিত অতিথিকে নগদ অর্থ,ব্যবহারী কাপড়চোপড়, সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করেন। বিশেষ মোনাজাত সম্পন্ন করে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন সমগ্র এলাকাবাসী। প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করে লোকজন বিদায়ী সংবর্ধিত অতিথিকে আনুষ্ঠানিক বিদায় দেন।
উল্লেখ্য যে, বিদায়ী সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভর পুর উপজেলার শ্যামারকান্দি গ্রামের বাসিন্দা। প্রায় একযুগ মাওলানা শরিফ আহমদ শরিফ ছাতক উপজেলার জাউয়া বাজার ইউপি’র দক্ষিণ বড়কাপন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ