প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ছাতক(সুনামগঞ্জ ) প্রতিনিধিঃ
বহুল প্রচারিত দৈনিক মানবজমিন’র ২৭ তম প্রতিষ্টা বার্ষিকী আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই – আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র- জনতার পক্ষে মানবজমিনের ভূমিকা ছিল সবচেয়ে আলোচিত। যার নেতৃত্বে দিয়েছেন দেশের প্রতিথযশা সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বক্তৃতারা বলেন, মানবজমিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই- উতরায় পেরিয়ে ২৭ বছর অতিক্রম করে ২৮ বছরে পা দিয়েছে। বাংলাদেশের সাংবাদিক জগতের আইকন হিসেবে পরিচিত সম্পাদক মতিউর রহমান চৌধুরী সম্পাদিত ‘কারও তাঁবেদারি করে না’ এই স্লোগানকে বুকে ধারণ করে মানবজমিন পত্রিকাটি সময়ের সাহসী সন্তান হিসেবে এখনো টিকে রয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময়ে পত্রিকাটির ভুমিকা ছিল অনস্বীকার্য। তখনকার আওয়ামী সরকারের রক্ত চক্ষু অপেক্ষা করে তাদের অনিয়ম দূর্নীতি,অত্যাচার এবং এদেশের সাধারণ আপামর জনতার কথা সাহসের সঙ্গে তুলে ধরেছে পত্রিকাটি। মানবজমিন গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে, সমাজের সর্ব ক্ষেত্রে দুর্নীতির কথা দেশবাসীর সামনে তুলে ধরে, সর্বোপরি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলে দেশের মানুষের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে এই পত্রিকাটি।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আজ থেকে ২৭ বছর আগে ছাত্র অবস্থায় ঢাকায় প্রথম পত্রিকাটি পড়ে তার প্রেমে পড়েছিলাম। একপর্যায়ে হেটে হেটে পত্রিকাটি অফিসে গিয়ে দেখে এসেছিলাম। পত্রিকাটি যখন বের হয় খুব সাড়া ফেলেছিল, এখনো পত্রিকাটি তার ক্ষুরধার লিখনিতে তার অবস্থান ধরে রেখেছে। আসা করি ভবিষ্যতেও অসহায়, অনিয়ম – দূর্নীতি ও দেশের পক্ষে কথা বলবে মানবজমিন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মানবজমিনের ২৭ তম বর্ষপূর্তী উদযাপন ও মানবজমিন সুনামগঞ্জ অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, কবি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মানবজমিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম.এ রাজ্জাকের সভাপতিত্বে, সাংবাদিক এম এ হালিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট এ আর জুয়েল, সাংবাদিক এডভোকেট আনিসুজ্জামান শামিম, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, ডিভিসি’র জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ,বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ছাদিকুর রহমান চৌধুরী ছাদিক, জনকণ্ঠ প্রতিনিধি আবির হাসান মানিক, ছাত্রদল নেতা রায়হান, মোমিত ইসলাম, সারোয়ার ইবনে গিয়াস, মনসুর, এম.এ হান্নান, মাহিবুর রহমান,দিরাই উপজেলা মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ, শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল তালুকদার, ছাতক প্রতিনিধি নুর মিয়া রাজু, শান্তিগঞ্জ প্রতিনিধি মোশাহিদ আহমদ, বিশ্বম্ভরপুর প্রতিনিধি সোহেল আহমদ সাজু প্রমুখ। এইদিকে শনিবার দুপুরে এ উপলক্ষে মানবজমিন সুনামগঞ্জ অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাস, ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest