৩১ ডিসেম্বর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তনিদের পুনর্মিলনী

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

৩১ ডিসেম্বর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের  সুবর্ণজয়ন্তী ও প্রাক্তনিদের পুনর্মিলনী

ছাতক প্রতিনিধি: ১৯৭২ সালে প্রতিষ্টিত ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স ডিগ্রি কলেজের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্টান অনুষ্টিত হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসে অনুষ্টান মালার বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্থ সময় পার করছেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের একাধিক উপ-কমিটির লোকজন।
সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের মুল কমিটিতে আহবায়ক রয়েছেন কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট মোঃ রাজ উদ্দিন ও সদস্য সচিব কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী বাস্তবায়নে বেশ কয়েকটি উপ-কমিটি দিন রাত কাজ করে যাচ্ছে। কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক জানান,অনুষ্টান বাস্তবায়নে প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আয়োজনের সকল কার্যক্রম দ্রুত চলছে। সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।
সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর অনুষ্টান উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট রাজ উদ্দিন ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী,গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ জানান, অনুষ্টান মালার মধ্যে রয়েছে আনন্দ র‍্যালী, উদ্বোধন, অতিথি বরণ, প্রকাশনা স্মারকের মোড়ক উন্মোচন,আলোচনা সভা, মধ্যাহ্নভোজ,প্রাক্তনিদের স্মৃতিচারণ,সাংস্কৃতিক অনুষ্টানসহ রয়েছে দিনব্যাপী আরও বিভিন্ন আয়োজন।

৩১ ডিসেম্বর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পরিকল্পনা মন্ত্রী, এম এ মান্নান এমপি, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।সুবর্ণজয়ন্তী বক্তা ড.মোহাম্মদ সাদিক।
সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নঈম শেখ,বীর মুক্তিযোদ্ধা
ড. অরুপ রতন চৌধুরী,সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার,মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান, জাতীয় বিশ্ব বিদ্যালয় সিলেটের আঞ্চলিক পরিচালক ড. গোলাম রব্বানী। অনুষ্টানে সভাপতিত্ব করবেন, সুনামগঞ্জ-৫,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এ সংক্রান্ত আরও সংবাদ