উপজেলা কমিটির আহব্বায়ক যুগ্ম আহব্বায়কের সংখ্যা নিয়ে দ্বিমত ; হয়নি কমিটি ঘোষণা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

উপজেলা কমিটির আহব্বায়ক যুগ্ম আহব্বায়কের সংখ্যা নিয়ে দ্বিমত ; হয়নি কমিটি ঘোষণা

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কয়জন থাকবেন, এ নিয়ে মতভিন্নতায় জেলা বিএনপির ১৬ ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি রবিবার ঘোষণা করা যায়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত সভা হলেও এই বিষয়ে ঐকমত্য না হওয়ায় এই বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা নেওয়ার জন্য কমিটি ঘোষণা পেছানো হয়েছে। দলীয় একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে প্রত্যেক ইউনিটের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলীয় দায়িত্বশীলরা। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের কাছে এই বিষয়ে পরামর্শ চাইবেন কেন্দ্রীয় দায়িত্বশীলরা।

গেল ১৬ নভেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা বিএনপির নয়া আহ্বায়ক কমিটির প্রথম সভায় জেলার সকল ইউনিটের কমিটি বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হতে আগ্রহীদের দলীয় ফরম পূরণ করে সংগঠনের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ পেয়ে ১৬ ইউনিটে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হতে আগ্রহী প্রায় চার’শ নেতা দলীয় ফরম পূরণ করে জমা দেন।

দলের জেলা আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা দফায় দফায় সভা করে বিগত সময়ে অর্থাৎ বিএনপির দুঃসময়ে বিতর্কিত ভূমিকা থাকায় ৩২ জনের আবেদন বাতিল এবং তিনজনকে কোন কমিটিতে রাখা হবে না বলেও সিদ্ধান্ত দেন। এরপর দফায় দফায় সভা করে ইউনিটের নেতৃত্ব বাছাই হয়। সর্বশেষ রবিবার বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের কালীবাড়ি প্রেসক্লাব মিলনায়তনে দলের জেলা কমিটির জরুরি সভা হয়। ওখানে জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন তাঁর বক্তব্যে প্রস্তাব করেন ইউনিটগুলোতে একজনকে আহ্বায়ক এবং চারজনকে যুগ্ম আহ্বায়ক করা যায় কী—না এবং এই কমিটির তিনজনকে স্বাক্ষর ক্ষমতা দেবার প্রস্তাব করেন তিনি। তিনি বলেন, তাতে দলের গুরুত্বপূর্ণ নেতাদের নেতৃত্বে স্থান দেওয়া যাবে। কলিম উদ্দিন আহমদ মিলনের এই প্রস্তাবে দ্বিমত পোষণ করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম। তিনি বলেন, যেহেতু আগের সভায় সিদ্ধান্ত ছিল আহ্বায়কের সঙ্গে দুইজন যুগ্ম আহ্বায়ক থাকবেন এবং দুইজনের স্বাক্ষর ক্ষমতা থাকবে, সেটিই কার্যকর করার পক্ষে তিনি। তাঁর এই মতামতকে সমর্থন করেন জেলা আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মিজানুর রহমান চৌধুরী।

আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন ও রেজাউল হক জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য দেন। পরে সভায় উপস্থিত অনেকে এই মতামতের সমর্থন করেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ ও সহ—সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক নিয়ে দুইমত প্রদান করে, দুইপক্ষই অনড় থাকায় বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের উপর ছেড়ে দেবার প্রস্তাব করেন। তারা দুইজনেই জানান, এই সপ্তাহে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাংগঠনিক সম্পাদকদের সভা রয়েছে, ওই সভায় এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পরামর্শ চাইবেন তারা। তাঁর (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের) পরামর্শ নিয়ে ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে প্রত্যেক ইউনিটের আহ্বায়ক—যুগ্ম আহবায়কসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা করার কথা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত প্রদানকারী সদস্য অ্যাড. আব্দুল হক বললেন, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কয়জন হবেন এ নিয়ে দুই ধরণের মতামত আসায় এই বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা নিতে কমিটি ঘোষণা পেছানো হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ প্রত্যেক ইউনিটে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বললেন, জেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি একসঙ্গে ঘোষণা হয়েছে। ইউনিট কমিটির কেবল আহ্বায়ক—যুগ্ম আহ্বায়ক চূড়ান্ত হয়েছিল। পুরো আহ্বায়ক কমিটি একসঙ্গে ঘোষণা না হলে, পরে কমিটি করতে বিলম্ব হয়। এজন্য প্রত্যেক ইউনিটে আগামী ২৪ ফেব্রুয়ারি আহ্বায়ক—যুগ্ম আহ্বায়কসহ কমিটি ঘোষণা

এ সংক্রান্ত আরও সংবাদ