সংবাদ প্রকাশের পর অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

সংবাদ প্রকাশের পর অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড

সেলিম আহম্মেদ::
ভাটির কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে সুনামগঞ্জের ধর্মপাশায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। পরে ওই গ্রামের মো.মৌলা মিয়া (৪৪) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আপন সরকার (২২) নামের একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ