ধর্মপাশায় অবৈধ লরি ও ইঞ্জিন চালিত হ্যান্ডট্রলির দাপটে অতিষ্ঠ জনজীবন,প্রশাসন নীরব

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

ধর্মপাশায় অবৈধ লরি ও ইঞ্জিন চালিত হ্যান্ডট্রলির দাপটে অতিষ্ঠ জনজীবন,প্রশাসন নীরব

সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধ লরি ও ইঞ্জিন চালিত হ্যান্ডটলির দাপটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।

মালিকানা ও সরকারি নদী-নালা ও খাল-বিল এমনকি ফসলি জমির মাটি কেটে অবাধে বিক্রির উৎসব চলছে। এসব মাটি বাসাবাড়ি ও ইট ভাটায় বিক্রি করছে অসাধু ব্যক্তিরা। উপজেলার বাহিরে দিনরাত অবাধে চলাচল করলেও উপজেলা সদরে চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এসব গাড়ির দাপটে গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙে খানাখন্দের তৈরি হয়েছে।

আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এমন পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। তাঁরা জানান, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী গ্রামে মাটি বোঝাই লড়ি’র চাপায় লাবিব মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিব ওই গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে। আর কত প্রাণ গেলে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখবে?

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলে, আমি এ উপজেলায় যোগদানের পর সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নে তিনটি
অভিযানে চাঁর লরি চালককে পঞ্চম হাজার টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ