ধর্মপাশায় ভারতীয় ১৯টি গরুসহ ৫ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ধর্মপাশায় ভারতীয় ১৯টি গরুসহ ৫ চোরাকারবারি গ্রেপ্তার

সেলিম আহম্মেদ :  সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯টি গরুসহ ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় গরু বহনকারী ৪টি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বারহাট্ট উপজেলার আলোকদিয়া গ্রামের রাতুল মিয়া (৩২), ছয়হাল গ্রামের মো. মাসুদ খাঁন (৩৫), মধ্যনগর উপজেলার আলীয়ারপুর গ্রামের মো. রাকিব (২৪), বলারামপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো.ফাহিম (২৮)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯টি গরু, ৪টি পিকআপ ও ৫ কালোবাজারিকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এছাড়া মামলায় আরো ৫/৬ জন অজ্ঞাত আসামি রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ