ধর্মপাশায় সাংবাদিকের বাসায় চুরি

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ধর্মপাশায় সাংবাদিকের বাসায় চুরি

সেলিম আহম্মেদ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা ও ডেইলি অবজারভার পত্রিকার সহ সম্পাদক সাংবাদিক গোলাম ইউসুফের বাসায় দুর্ধর্ষ

চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৫ টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার জানালা ভেঙে ও পেছনের দরজা খোলে বাসার ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, সোলারের ব্যাটারি ও আসবাবপত্রসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

সাংবাদিক গোলাম ইউসুফের মা সুফিয়া বেগম (৬৫) জানান,  আমার দুই ছেলে চাকরির সুবাদে এলাকার বাইরে থাকে। আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে এই বাসায় বসবাস করে আসছি। গত ৩ ফেব্রুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত বাসার বাহিরে থাকা অবস্থায় এ চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে বলেও জানান তিনি।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ