প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার সদর বাজার সহ বিভিন্ন হাট বাজার পথ সভায় উঠান বৈঠকে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির।
সোমবার উপজেলার নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন পথ সভায় সালমা নজির বলেন,
তারেক রহমানের নেতৃত্বে ‘যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৭টি বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবিদাওয়ার অসিলায় বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে। কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে, আবার দেশকে তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।’খুনি হাসিনার দোসরদের বাংলার মাটিতে আর ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবেনা।যার যার অবস্থান থেকে এদের কঠোর হাতে দমন করতে হবে।
গনসংযোগ ও লিফলেট বিতরন কালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী, জেলা বি এনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বি এনপি নেতা সাজিদুর রহমান,সাইদুল কিবরিয়া, মাহবুব চৌধুরী, উপজেলা যুবদল যুগ্ম আহব্বায়ক তুজাম্মেল হক নাছরুম,যুবদল সদস্য শাহীন মিয়া,মিজানুর রহমান,নুর মিয়া,উপজেলা ছাত্রদল সদস্য সচিব মুন্না সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest