প্রকাশিত: ৬:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
ভাটির কণ্ঠ ডেস্ক : নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের দাবীতে খাদ্য অধিকার বাংলাদেশ ও এফআইভিডিবি এর সহযোগিতায় খাদ্য অধিকার নেটওয়ার্ক, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ০২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উপলক্ষ্যে ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জে সকাল ১১.০০ ঘটিকা মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচীতে সুনামগঞ্জ জেলায় কর্মরত উন্নয়ন সহযোগী সামাজিক সংস্থার প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য অধিকার নেটওয়ার্ক, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার। এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুজন এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। নাটাব, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ধূজুটি কুমার বসু। প্রগতিশীল যুব সংঘের নির্বাহী পরিচালক মোছাঃ শিল্পী বেগম। সৃষ্টি যুব জাগরণ সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী তৃষ্ণা আক্তার রুশনা। আরইসি প্রকল্পের ফিল্ড অফিসার হুমায়েদ। দৈনিক দেশ রুপান্তর এর সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান। আরপিডাব্লিউএস এর পক্ষে জাকারিয়া সহ অংশগ্রহণকারী সংস্থার সদস্যবৃন্দ ও উপস্থিত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest