প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন তাহিরপুর উপজেলা বাদাঘাট সরকারি কলেজ শাখা ছাত্রদল সদস্য সচিব রুবেল আহমেদ।
তিনি শনিবার তাহিরপুর থানায় মামলাটি করেন।
মামলায় ১ নম্বর আসামি বোরহান উদ্দিন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সহ সাধারণ সম্পাদক, তার আপন সহোদর দুই জন ফারুক মিয়া,মালেক মিয়া যুবলীগ নেতা,কবির মিয়া, মন্জিল হক সহ ছয়জনকে আসামি করা হয়েছে।অজ্ঞাতনামা আসামি ছয় থেকে সাতজন।
বাদাঘাট কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক রুবেল আহমেদ বলেন, বোরহান উদ্দিন একজন শীর্ষ ইয়াবাখোর দাঙ্গাবাজ, সন্ত্রাসী এবং চাঁদাবাজ তার মরন নেশা ইয়াবায় যুব সমাজ আজ ধ্বংসের পথে,সে দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের দুর্নীতিবাজ কতিথ সংসদ সদস্য রতন মিয়ার ডান হাত ছিলেন, এমপির ছত্র ছায়ায় থেকে এলাকায় সন্ত্রাস এবং ইয়াবার রাম রাজত্ব গড়ে তুলেন।এলাকায় নিরীহ মানুষকে অত্যাচার নির্যাতন ছিল তার রামখেলা।তার এবং তার ভাইদের চাঁদাবাজিতে আজ এলাকাবাসী অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার পরিবারের উপর নেমে আসে দুর্বীসহ অত্যাচার নির্যাতন।তাদের অত্যাচার নির্যাতনে দীর্ঘ ১৭ বছর বি এনপি জামায়াতের কোন মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারেনি,তাদের কারনে নীরিহ মানুষ মামলা হামলার স্বীকার হয়েছে।৫ আগষ্টের পরে খুনি হাসিনার সরকার পতনের পর কুখ্যাত চাঁদাবাজ বোরহান ও তার আত্বীয় স্বজনের চাঁদাবাজির মাত্রা আরও দ্বিগুন হয়েছে। সে এবং তার দলের অনুসারীরা হিন্দু সম্প্রদায়ের একমাত্র তীর্থ স্থান রাজারগাও অদ্বৈত মহাপ্রভুর মন্দির এবং যাদুকাটা নদীর উপর নব নির্মিত ব্রীজ সংলগ্ন তীর কেটে বালু উত্তলন করে বিক্রি করছে যাহা নদী ভাংগনে হুমকির মুখে পরছে মন্দির ও ব্রীজটি।আমি সহ এলাকাবাসী তার প্রতিবাদ করলে প্রশাসন বাশের বেড়া তৈরী করে মন্দীরটি ভাংগনের হাত থেকে রক্ষার চেষ্টা করেন।কিন্তু সন্ত্রাসী বোরহান বাহিনী আমার উপরক্ষীপ্ত হয় এবং বলে তাদের ক্ষতিপূরণ ভাবত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে নতুবা আমাকে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।আমি তাদের কে চাঁদা দিতে অস্বীকার করলে কুখ্যাত আওয়ামী ক্যাডার বোরহান বাহিনী তার দল বল নিয়ে আমাকে প্রানে মারার চেষ্টা করলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে।আমি একটি দলের অনুসারী অন্যায়ের প্রতিবাদ করি এটাই কি আমার অপরাধ। আমি চাঁদাবাজ বোরহান সহ তার দলের লোকদের উপর অভিযোগ দায়ের করেছি আশা করছি উর্ধতন কর্তৃপক্ষ এর ব্যাবস্থা গ্রহন করবেন।
অভিযোক্ত শ্রমিক লীগ সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বলেন আমি এই ঘটনা সম্পর্কে কিছু জানিনা।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,কেউ অবৈধ ভাবে বালু উত্তলন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে আমরা তদন্ত পূর্বক ব্যাবস্তা গ্রহন করবো।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest