প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
আব্দুস সামাদ আফিন্দী,
জামালগঞ্জের পাগনার হাওরের গজারিয়া স্লুইসগেট ও বাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। গতকাল দিনব্যাপী পরিদর্শনের প্রথমার্ধে হালির হাওরের ৬ নম্বর পিআইসির কাজ দেখে পাগনার হাওরের গজারিয়া স্লুইসগেট ও পাগনার হাওরের জলাবদ্ধতার দৃশ্য সরেজমিনে অবলোকন করেন। এই জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের নিয়ে গজারিয়া বাজারে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। আপাদত পানি নিষ্কাসনের জন্য স্থানীয়রা হাওরের জলাবদ্ধতা নিরসনে তিন লক্ষ টাকা দাবি করেন।
পরে পাগনার হাওরের ৩০,৩৯ ও ৪০ নম্বর পিআইসির বাঁধ বেড়িবাঁধ পরিদর্শন করেন।
হাওর ও বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার খাল খননের জন্য কৃষকদের দাবির প্রেক্ষিতে তিন লক্ষ টাকা দিয়েছি। একাজ সম্পন্ন হলে পানি নিষ্কাসন হয়ে সুরমা নদীতে পরবে। ধান পাকার পূর্ব মূহুর্তে বৃষ্টি হলেও অতিরিক্ত পানি খাল খননের ফলে জমা হবে না। জলাবদ্ধতার স্থায়ী নিরসনের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন আগামী বর্ষা মৌসুমে ড্রেজিং এর মাধ্যমে খাল খনন করা হবে। ড্রেজিং এর সেই মাটি গুলো এমন জায়গায় রাখা হবে যাহা ধান মাড়াই এর সময়ে সুবিধা হবে। বাঁধ নির্মাণের ক্ষেত্রে পিআইসির উদ্দেশ্যে তিনি বলেন, জামালগঞ্জে হাওর রক্ষা বেঁড়ি বাঁধের মাটির কাজের অগ্রগতি ৪৫ শতাংশ হয়েছে। ৬, ৩০,৩৯ও ৪০ নম্বর পিআইসির কাজ দেখেছি, স্থানীয়রা বলেছেন বাকি পিআইসির মাটির কাজের অগ্রগতি ভালো। যে সকল পিআইসিগণ ২৮ শে ফেব্রুয়ারির ভিতরে সমূদয় কাজ সম্পন্ন করবেন তাদের সমস্ত বিল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে দেওয়া হবে। যারা নির্ধারিত সময়ের ভিতরে কাজ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওর রক্ষা বাঁধে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিল শুকিয়ে যে সমস্ত ইজারাদার মৎস্য ও জীববৈচিত্র্য ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
হাওরের বাঁধ ও বেড়িবাঁধ প্রকল্প স্কীম, বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমদ, পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলার পাউবোর সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, উপজেলা মনিটরিং কমিটির গণমাধ্যম প্রতিনিধি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ ও সুনামগঞ্জের খবর এর স্টাফ রিপোর্টার মোঃ মুশফিকুর রহমান স্বপন প্রমূখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest