ধর্মপাশায় মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় এমপি রতন;

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

ধর্মপাশায় মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় এমপি রতন;

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে আব্দুর রশিদ মেমোরিয়াল হাই স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার অলিদুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এতে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার আলী ফরিদ,ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দিলীপ এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ