ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির কমিটি গঠন ; সভাপতি ছালেক,সম্পাদক ফয়ছল সাংগঠনিক রুহুল

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির কমিটি গঠন ; সভাপতি ছালেক,সম্পাদক ফয়ছল সাংগঠনিক রুহুল

সুজন তালুকদার, ছাতক :  ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির এক বছর মেয়াদি কমিটি গঠন। ১৭ জানুয়ারি শুক্রবার গোবিন্দগঞ্জ কলেজ ক্যানটিনে একটি সভার মাধ্যমে ছালেহ আহমদ ছালেক কে সভাপতি, আব্দুল আজিজ ফয়ছল কে সাধারণ সম্পাদক ও রুহুল আমিন কে সাংগঠনিক করে ৮ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ মেয়াদের কমিটি গঠন করা হয়।বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার যে সকল সংগঠন থেকে যাদের কে নিয়ে কমিটি গঠন করা হয়েছে সকলের নাম ঠিকান ও পদবী নবগঠিত কমিটিতে সভাপতি ছালেহ আহমদ ছালেক,সানরাইজ ক্রিকেট ক্লাব হরিনগর।

সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সূর্যতরুণ ক্রিকেট ক্লাব মাধবপুর।সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফয়ছল,এসএফ ক্রিকেট ক্লাব তকিপুর।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান,উৎসব ক্রিকেট ক্লাব শিবনগর।সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন,রকস্টার ক্রিকেট ক্লাব দিঘলী চাকলপাড়া।
সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, ভিক্টর ক্রিকেট ক্লাব দিঘলী।অর্থ সম্পাদক রাসেল আহমদ,একতা ক্রিকেট ক্লাব গোবিন্দনগর।
প্রচার সম্পাদক জোবায়ের আহমদ,অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপাড়।

এ সংক্রান্ত আরও সংবাদ