সুনামগঞ্জে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সুনামগঞ্জে  সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ইউকেএইডের সহযোগিতায়( ১৮ জানুয়ারি) শনিবার লতিফা কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
লালন মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি এজেন্টস অফ চেঞ্জ, বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ প্রজেক্ট প্রোগ্রাম অ্যাডভাইজার ড. শাহনাজ করিম।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।
সাবেক জেলা কো অর্ডিনেটর তাজকিরা হক তাজিনের পরিচালনায়
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট অঞ্চলের হিসাবরক্ষক কুদরত পাশা।
এসময় বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি: বাস্তবতা ও করণীয় প্রসঙ্গে বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ,
ধর্মীয় নেতা মাওলানা নূর হোসেন,হিন্দু ধর্মীয় নেতা সুখেন্দু সেন হারু ,খ্রিষ্টান ধর্মীয় নেতা ডেনিস চক্রবর্তী,বৌদ্ধধর্মীয় নেতা বিটু বড়ুয়া।
এসময় আরো বক্তব্য রাখেন
অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম
বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, শাহিনা চৌঃ রুবী সহ অনেকেই।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রসঙ্গে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী বর্ণা দাস,সদস্য
সালেমা বেগম, আলী ইমরান, অনন্যা তালুকদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ