প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
ভাটির কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের নবীনগরে দেশের দীর্ঘতম নদী সুরমায় “জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখি” শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১৪ জানুয়ারি মঙ্গলবার হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), ক্লিন এবং বিডাব্লিউজিইডি এ ক্যাম্পেইনটি আয়োজন করেছে। এর মূল থিম ছিল “আমাদের স্বপ্ন: পরিষ্কার নদী, স্বচ্ছ আকাশ, নবায়নযোগ্য জ্বালানি”, যা পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যকে তুলে ধরেছে। ক্যাম্পেইনটি সুনামগঞ্জের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, মাহিন চৌধুরী, ফারুক আহমদ, কামাল উদ্দিন, সুরঞ্জন বর্মন, শাওন আহমদ, জুবায়ের আহমদ, নোবেল আহমদ, রাব্বী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বক্তারা জানায়, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের সমস্যা বাড়ছে। নদী, আকাশ, বনভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে।
এই সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু এবং জলবিদ্যুৎ শক্তি একটি নিরাপদ, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমে যাবে, ফলে বায়ু ও জলদূষণ যেমন কমবে, তেমনি পৃথিবীর তাপমাত্রাও স্থিতিশীল হবে। এছাড়া, নবায়নযোগ্য শক্তির ব্যবহার জনগণের জন্য আরও সাশ্রয়ী হবে এবং গ্রামীণ জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে।
ক্যাম্পেইনের বক্তারা সুনামগঞ্জের স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, নবায়নযোগ্য শক্তির মাধ্যমে তারা নিজেদের জীবনযাত্রা উন্নত করতে পারবেন এবং পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারবেন। তারা বলেন, “আমরা স্বপ্ন দেখি, যে দিন সুনামগঞ্জের প্রতিটি ঘরে নবায়নযোগ্য শক্তি পৌঁছাবে এবং এ অঞ্চলের নদী, আকাশ পরিষ্কার থাকবে।”
ক্যাম্পেইনে শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন, স্থানীয় জনগণ এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগকে সমর্থন জানান।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest