প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
সুজন তালুকদার, ছাতক : বৃহত্তর সিলেটের শতবর্ষী আলেমেদ্বীন,সৎপুর কামিল মাদরাসার শায়খুল হাদিস সাবেক মুহাদিস হযরত শায়খে আল্লামা আব্দুল হাই (ছাতকী হুজুর)আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।প্রখ্যাত মুহাদ্দিস ও সিলেট বিভাগের হাজারো মুহাদ্দিসের উস্তাদ,সৎপুর কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস সুনামগঞ্জের ছাতক শিল্প নগরী উপজেলার কালারুকা ইউপির শাহ সুফি মোজ্জামেল আলী (রহঃ ) মসজিদের সাবেক খতিব আল্লামা আব্দুল হাই মুহাদ্দিস গত ১৬ জানুয়ারি বৃস্পতিবার সন্ধ্যায় ৭টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লামা আব্দুল হাই দেশের অন্যতম শীর্ষ মুহাদ্দিস ও বরেণ্য আলেম।(৮৩)বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনিসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে পুর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬৫ সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। অত:পর দারুল হাদীস সৎপুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯৬৭ সনে আলিম, ১৯৬৯ সনে ফাজিল এবং ১৯৭২ ইংরেজি সনে কামিল হাদীস বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এবং মেধা তালিকায় ¯স্থান দখল করেন তিনি। ১৯৭৩ সালে ২৩ মার্চ ইংরেজি সনে সৎপুর কামিল মাদ্রাসায় মুহাদ্দিস পদে খেদমতে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন । ১৯৮১ সালে ৩১ আগষ্ট পর্যন্ত সৎপুর মাদ্রাসায় প্রিন্সিপাল ও মুহাদ্দিস পদে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ছাতক জালালিয়া ও দ্বীনের টুক মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে পর ১ অক্টোরব সালে পূনরায় সৎপুর আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করে ২০১১ সালে ৩০ এপ্রিল পর্যন্ত হাদীসের খেদমতে নিয়োজিত ছিলেন। ২০১১সাল থেকে এক মে পযন্ত প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন তিনি । বিভিন্ন সাময়িকীতে বাংলা ও আরবীতে অনেক প্রবন্ধ ছাপা হয়েছে । তা ছাড়াও কামিল জামাতের কয়টি হাদীস গ্রুপের আরবি ও উর্দু ভাষায় শরাহ লিখেছেন । সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী মুক্তিরগাঁও মহল্লায় তাঁর পৈতৃক নিবাস। মৃত আব্দুল মান্নান ও মা মৃত হানিফা বেগমের ছেলে আব্দুল হাই। ১৭ জানুয়ারি শুত্রবার বিকালে সাড়ে ৩ টা ৩০ মিনিটের সময় মুক্তিগাও গ্রামের পশ্চিমে মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মুক্তির গাও গ্রামসহ পুরো ছাতক উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজে হাজার হাজার মাদ্রাসার মুহাদ্দিস, মসজিদের ইমাম, শিক্ষক,রাজনীতিবৃদ সহ সকল শ্রেণি পেশার লক্ষাধীক মুসল্লীয়ানদের উপস্থিতি ছিলো দেখার মতো।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest