প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। যার কারণে অনেকটাই চোরাচালান কমে এসেছে। মাদকদ্রব্য পাচার সহ অন্যান্য বেআইনী কর্মকান্ড কমে এসেছে। সমাজের অন্যান্য দায়িত্বশীল যাঁরা আছেন , তারা বিজিবির সহযোগিতায় এগিয়ে আসলে আরও বেশি সাফল্য অর্জনের সুযোগ রয়েছে। বিজিবি দিবস ২০২২ উপলক্ষে সুনামগঞ্জ ২৮ বিজিবির উদ্যোগে ব্যাটালিয়ন মাঠে ২০ ডিসেম্বর দুপুর ২ টায় কেক কেটে দিবস টির সুচনা করার আগে সুনামগঞ্জ ২৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সুনামগঞ্জ জেলার প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা গণ গণমাধ্যম কর্মীদের সৌজন্যে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুকন উদ্দিন কবির , সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম গন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মমিনুল হক, সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহানা বেগম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল মজিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest