মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভাই ভাই বেকারিকে জরিমানা

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভাই ভাই বেকারিকে জরিমানা

সেলিম আহম্মেদ :  অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাদ্য উৎপাদন ও অনুমোদন না থাকার দায়ে সুনামগঞ্জের মধ্যানগরে ভাই ভাই বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের শহীদ আয়াতুল্লাহ সেতু সংলগ্ন খলাহাটি নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, খাবার প্যাকেটে উৎপাদন মেয়াদের তারিখ না থাকা, নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ভাই ভাই বেকারির মালিক দেলোয়ার হোসেনকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ