ধর্মপাশায় শিশুদের সাথে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

ধর্মপাশায় শিশুদের সাথে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ

সেলিম আহম্মেদ :  নানান আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় শিশুদের সাথে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বেসরকারি সংস্থা
পারি ও ওয়ার্ল্ড ভিশন কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলিদুজ্জামান। পারি’র সিডিও অফিসার বিদ্যুৎ মাংসাং এর সঞ্চালনায় স্বাগতিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার সমল মানখিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ, কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর নির্বাহী পরিচালক
গাব্রিয়েল রোজারিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এসিও সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, শহীদুল ইসলাম শাহীন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর মনিটরিং কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে কেক কাটা, নৃত্য পরিবেশন, শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ