নাশকতা মামলার ফেরারি আসামি রউফ পুলিশে হাতে আটক

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

নাশকতা মামলার ফেরারি আসামি রউফ পুলিশে হাতে আটক

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  তাহিরপুরে চোরাকারবারি ও নাশকতা মামলার আসামি আব্দুর রউফ ওরফে কালা রউফ কে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রউফ উপজেলার সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের চাঁন মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় সীমান্তবর্তী কলাগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, তাহিরপুর সীমান্তের কলাগাঁও, জঙ্গলবাড়ী, লামাকাটা, চারাগাঁও, বাঁশতলা, লালঘাটসহ বিভিন্ন স্পট দিয়ে ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ কয়লা, চিনি, মদ, গাঁজা বাবদ চোরাকারবারীদের নিকট থেকে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা আদায় করতো রউফ মিয়া। আওয়ামী লীগের প্রভাবে তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতো না। ৫ আগস্টের পূর্বে সে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারপিটসহ নাশকতাও করতো। তার অত্যাচারে সীমান্তবাসী অতিষ্ঠ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহিরপুর থানার নাশকতার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় চোরাচালানী মামলা রয়েছে, মামলা নং (১১)। আগামীকাল ধৃত আসামীকে কোর্টে সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ