তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা আহত ১ ( এক)

প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা আহত ১ ( এক)

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের অন্তর্গত আনোয়ার পুর বাজারে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা চালিয়ে ১ জনকে আহত করেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর বাজার অস্তায়ী পরিষদ কার্যালয়ের রাস্তা সংলগ্নে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার আশিক মিয়া (৪৭) আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তিনি উপজেলার বালিজুরি ইউনিয়নের সুরুজ মিয়ার পুত্র আশিক মিয়া।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে
আনোয়ারপুর বাজারে অস্থায়ী ইউনিয়ন পরিষদের রাস্তার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা শাহাঙ্গীর আমাকে ব্যাপক মারপিট করে। মারপিটের কারনে আশিক নুর মিয়া ঘটনা স্থানে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনায় অভিযুক্ত শাহাঙ্গীরের বক্তব্য জানতে তার মুবাইল ফোনে একাদিকবার কল দিলে ফোন রিসিভ হয়নি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ