জামালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

জামালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন


আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে । বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, দেশ প্রবাসের সভাপতি নুরুল হক প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ