প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতকের মেধাবী শিক্ষার্থী সালমান হোসেন
সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি :
এবারের প্রাথমিক বিদ্যালয়-২৪ ইং বৃত্তি পরীক্ষায় সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা “স্কুলের শিক্ষার্থী সালমান হোসেন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে পিতা-মাতার মূখ উজ্জ্বল করেছে। সে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌড়াই (আশাকাচর) গ্রামের বাসিন্দা ও জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন এবং গৃহিণী খালেদা বেগমের সূযোগ্য পুত্র। মরহুম আব্দুন নূর মাষ্টারের নাতি সালমান হোসেন সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন পিস এসোসিয়েশন চরমহল্লা ইউনিয়নের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন সম্পন্ন হয়। এই অর্জনে পিতা-মাতা,স্কুলের শিক্ষক -শিক্ষিকাদের প্রতি সালমান হোসেন কৃতজ্ঞতা জানিয়েছেন। সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest