জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

টঙ্গীর ইজতেমা মাঠে মুসল্লিদের উপর সাদপন্থিদের অর্তকিত হামলার প্রতিবাদে জামালগঞ্জ উলামা মাশায়েখের প্রতিবাদ সমাবেশ ও সাদপন্থিদের জামালগঞ্জে নিষিদ্ধ ঘোষণা করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহিদ রিভারভিউ পার্কে প্রতিবাদ সমাবেশ হয়।
শায়খ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আলতাফুর রহমান এবং মাওলানা যোবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুল কাদির, শায়খ মাওলানা আজিজুল হক, মাওলানা খুরশেদ আলম, মাওলানা আব্দুল গফফার, মাওলানা নূর উদ্দিন, মাওলানা আলী আকবর, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবুল কালাম, ইমদাদুল হক, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল করিম, হাফিজ সাজিদুল বারী, মাওলানা হাফিজুর রহমান, মু. রশীদ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ