ধর্মপাশায় পিআইসি গঠনে গণশুনানি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

ধর্মপাশায় পিআইসি গঠনে গণশুনানি

সেলিম আহম্মেদ,ধর্মপাশা::
হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে গণশুনানি হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদে এ গণশুনানির আয়োজনে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। এছাড়াও সকাল ১০টায় সুখাইড় রাজাপুর দক্ষিণে গণশুনানি হয়।

এতে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য ও জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মজিবুর রহমান মজুমদার, জামায়াতে ইসলামের সভাপতি বুরহান উদ্দিন, সাংবাদিক প্রতিনিধি সেলিম আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরাফুল আলম আরিফ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ