প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর ) সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়। স্টল পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ হাসান,বাদাঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, আইসিটি কর্মকর্তা এমরান হোসাইন প্রমুখ।
মেলায় অংশ নেয় ১টি কলেজ ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়। বিভিন্ন দলে বিভাজন হয়ে বিজ্ঞান ও প্রযুক্তির নানাহ প্রশ্নের উত্তর দেন শিক্ষার্থীরা। পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উপর বিজ্ঞানের সিম্পল কৌশলগুলোই প্রাধান্য পেয়েছে মেলায়। শেষে অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest