প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সোমবার (২১অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং বিদেশ-ফেরতদের কর্মসংস্থান নিশ্চিত করতে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের এটি একটি ভালো উদ্যোগ। বিদেশ-ফেরত প্রতারিত অভিবাসীদের জন্য প্রয়োজনীয় আইনগত সহযোগিতা নিশ্চিত করাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ব্র্যাক পরিচালিত সেবাখাতের অন্যান্য প্রকল্পের উপকারভোগীদের মধ্যে বিষয়টি ফোকাস করার জন্য তিনি ব্র্যাক সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উক্ত কর্মশালায়, জামালগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মশালা সঞ্চালন করেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদ। কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, এমআরএসসি কো-অর্ডিনেটর মো.নজরুল ইসলাম।
বিদেশ ফেরত /প্রতারিত অভিবাসীর অভিজ্ঞতার বর্ণনা করেন, জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের মো. মনিরুজ্জামান,উত্তর কামলাবাজ গ্রামের রহিমা খাতুন, লম্বাবাক গ্রামের ময়না বেগম, মানিগাঁও গ্রামের আবুল খায়ের।
কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার।##
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest