প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
রিপোর্ট – সুজন তালুকদার : ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শারদীয় দূর্গোৎসব। সরকারি বিধি অনুযায়ী১৩ অক্টোবর রবিবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত শহরের চাদনীঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এ ঘাটে পৌর শহরের কুমনা, শিববাড়ি, কালিবাড়ী, মহাপ্রভুর আখড়া, ত্রিনয়ণী, মহামায়া, চৈতন্য সংঘ পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জনের সময়
সেনাবাহিনীর মেজর আল জাবির মোহাম্মদ আসিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মুন্না,
এসিল্যান্ড আবু নাসের,ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান,ওসি তদন্ত জাহাঙ্গীর আলম,
বিএনপি নেতা আবু হুরায়রা সুরত, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, যুবদল নেতা খায়ের উদ্দিন, ফয়জুল আহমেদ পাবেল, ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি হরিপদ রায়। পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি অরুন অধিকারী,
উপজেলা সাধারণ সম্পাদক বাবুল রায়। ছাত্র সমন্বয়ক সাঈদুর রহমান,সাংবাদিক বিজয় রায়, সুজন তালুকদার, আমীর আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না বলেন শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজার উৎসব হিন্দু সম্পদায়ের লোকজন করেছে পুরো উপজেলা জুড়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন
থানাপুলিশ পূজা চলাকালীন সময়ে কঠোর নজরদারী করেছে সুন্দর ও শান্তিপূর্ন পূজা উদযাপন হয়েছে এতে শুধু পুলিশ নয় উপজেলার সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক লোকজনের অবদান রয়েছে আমি নতুন এসেছি সকলের সহযোগিতা প্রত্যাশী
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest