মহা অষ্টমীতে তাহিরপুরে পুজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান জুনাব আলী

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

মহা অষ্টমীতে তাহিরপুরে পুজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান জুনাব আলী

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা-অষ্টমী সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকে এ পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি নিবেদন করেছেন পূজারীরা।

প্রতিদিনের ন্যায় মহা অষ্টমীতে তাহিরপুর সদর ইউনিয়নের অন্তর্গত সকল পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গতকাল বৃহস্পতিবার ছিল মহাসপ্তমী। সারা দেশে হিন্দু-ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপন করে। দুর্গাভক্তরা, দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমান ভক্তবৃন্দরা।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত বুধবার (৯ অক্টোবর) শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে আগামী ১৩ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজাকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এবং পুজা উৎযাপন কমিটিকে বলেন যে কোন সমস্যা হলে সাথে সাথে যোগাযোগ করার জন্য।তিনি আরও বলেন আমি সহ আমাদের দল বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এনপি আপনাদের পাশে অতিতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে।আপনারা নির্বিঘ্নে আপনাদের আনন্দ উপভোগ করেন।