প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
মোঃ মোশফিকুর রহমান স্বপন :
গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় ছাত্র- জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১১ জন সহ একদিনে ২৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ মিডিয়া সেলের মুখপাত্র মোহাম্মদ আলী।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ছাত্র- জনতার উপর উপর হামলার মামলায় গ্রেফতার ১১ জন হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল মিয়া তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. খসরু মিয়া, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী আকবর, উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছদরুল হক, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজিবুল রহমান রিপন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূঁইয়া, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল আজাদ, ছাতক উপজেলার ছৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আ. ছালাম ও মো. বকুল মিয়া।
এছাড়াও গত ২৪ ঘন্টায় জিআর ওয়ারেন্টভুক্ত এক জন, সিআর ওয়ারেন্টভুক্ত এক জন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আট জনসহ অন্যান্য মামলায় ৩ জন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় এক জনসহ মোট ২৫ জন আসামি গ্রেফতার করা হয়।
মোঃ মোশফিকুর রহমান স্বপন
সুনামগঞ্জ
তাং -০৬/১০
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest