তাহিরপুরে ১০ম গ্রেডের দাবীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

তাহিরপুরে ১০ম গ্রেডের দাবীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জের তাহিরপুরে প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে মানববন্ধন করেছে তাহিরপুর উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক ১০ ম গ্রেড বাস্তবায়ন কমিটির ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শত শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানব বন্ধনে সহকারি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমেদ তৌফিক, উজান তাহিরপুর সপ্রাবি সহকারী শিক্ষক মাকছুম আহমেদ, বাদাঘাট সপ্রাবি সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, মধ্য তাহিরপুর সপ্রাবি সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, শ্রীপুর সপ্রাবি সহকারী শিক্ষক কিবরিয়া সহ অন্নান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

মানব বন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। অথচ দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নতি করতে হলে সবার আগে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। দশম গ্রেড বাস্তবায়ন করা হলে সহকারী শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা হয়। তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।