জামালগঞ্জে জাসাসের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

জামালগঞ্জে জাসাসের সাধারণ সভা অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লেখকদের প্রিয় সংগঠন জামালগঞ্জ সাহিত্য সংসদ ‘জাসাস’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫অক্টোবর) সকালে
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল হক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপদেষ্টা মোঃ আব্দুর রব , উপদেষ্টা কাজী আশরাফ, শৈলেন দেবনাথ।
এসময় আরো উপস্থিত ছিলেন জাসাসের সাংগঠনিক সম্পাদক সোহাগ নূর,অর্থ সম্পাদক খোকন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজা, দপ্তর সম্পাদক হাসিবুল হাসান সজীব, ক্রীড়া সম্পাদক আবু ইউসুফ নাঈম, সহ-ক্রীড়া সম্পাদক তাকজিবুন্নেছা আক্তার রকি,সহ আইন বিষয়ক,তাওহীদা,সহ বৈদেশিক বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার ,সদস্য শুয়েভ ও প্রমুখ ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী বলেন, আমরা চাই জাসাস’ এর মাধ্যমে জামালগঞ্জের নতুন লেখকদের খোঁজে বের করা এবং জামালগঞ্জে সাহিত্যের বিকাশ ঘটানো। প্রত্যন্ত অঞ্চলে অনেক লেখক-লেখিকা রয়েছেন যারা লিখছেন কিন্তু সুযোগ সুবিধা না পাওয়ায় লেখার জগত থেকে হারিয়ে যাচ্ছেন দিন দিন । নতুন লেখকদের লেখা গুলো সবার সামনে তুলে ধরতে পাশাপাশি জামালগঞ্জে সাহিত্যের উন্নয়ন ঘটাতে কাজ করবে ‘জাসাস’। জাসাস’ জামালগঞ্জে আলোড়ন সৃষ্টি করবে এবং নতুন লেখকদের ধাপে- ধাপে এগিয়ে নিতে সবার শীর্ষে থাকবে এ আমাদের বিশ্বাস।

এসময় সংগঠনের সভাপতি
মোঃ নুরুল হক বলেন: জামালগঞ্জে ‘জাসাস’ এর মতো একটি সংগঠন করতে পেরে আমরা গর্বিত। সু-সাহিত্যের শেকড় সন্ধানে এ স্লোগানকে নিয়ে কাজ করবে ‘জাসাস’। জামালগঞ্জের উদীয়মান লেখক ও প্রতিটি স্কুল কলেজ সহ প্রত্যন্তঅঞ্চলের লেখকদের নিয়েই গঠিত হয়েছে ‘জাসাস’। পাশাপাশি লেখক ও গুনীজনদের সম্মাননা প্রদান করা হবে জাসাস’ এর মাধ্যমে।