প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
বহিরাগত ও ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের ওপর নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ।
কলেজের গুরুত্বপূর্ণ ১৪টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় সুফল কার্যক্রম পাওয়ার আশা করছেন কলেজ কর্তৃপক্ষ।
সি সি ক্যামেরায় আসার পর
পুরো কলেজ জুড়ে বসানো সিসি ক্যামেরা পরিদর্শন করেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে।
জানা যায় যে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ও শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে
এরই ধারাবাহিকতায় গত (৩০সেপ্টেম্বর) জামালগঞ্জ সরকারি কলেজে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল জোরদার, বহিরাগতদের প্রবেশে নজরদারি বৃদ্ধি করার লক্ষ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান শিক্ষকরা।
জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাওহীদা,ফাহিমা সহ কলেজের একাধিক শিক্ষার্থী জানান সিসি টিভির আওতায় আমাদের ক্যাম্পাস আসায় আমরা আনন্দিত। আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো কলেজ ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতায় আনার। ধন্যবাদ জানাই জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়কে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আশা করি সিসি টিভির আওতায় আসায় বহিরাগত ও কলেজের ভিতরের কেউ আমাদের ইভটিজিং/উত্যক্ত করতে পারবেনা।
এ বিষয়ে দারুস সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা আলতাফুর রহমান জানান জামালগঞ্জ উপজেলার একমাত্র সরকারি ডিগ্রী কলেজ এরিয়াটি সিসি টিভির আওতাধীনে নিয়ে আসা এটি সত্যিই ভাল একটি উদ্যোগ,আমি মনে করি এর মাধ্যমে কিছু বখাটে ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপগুলো বন্ধ হবে। তবে আমি মনে করি ভবনের ছাদে উঠার জায়গাটিও সি সি টিভির আওতায় নিয়ে আসা জরুরী।
এ বিষয়ে জামালগঞ্জ সরকারি ডিগ্রি
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা থাকা প্রয়োজনীয়। এসএসসি ও এইচএসসি পরিক্ষা, এছাড়া বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের সামনেও অনেক সময় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও
সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। পুরো ক্যাম্পাসকেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনবোধে আরো সিসি ক্যামেরা লাগানোর কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest