প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
প্রাথমিক শিক্ষকদের ১ দফা দাবি, শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর ) দুপুর সাড়ে বারো টায় জামালগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা পরিষদ গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে সহকারী শিক্ষক গোলাম আল বেরুনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আলম,
হাজী আঃ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল আলম চৌধুরী, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা চন্দ্র দাস, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন, ছেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল আহমদ, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বন্যা রায়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত পাল, মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনা আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest