প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
সেলিম আহম্মেদ, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল আশ্রয়ণ প্রকল্পের সরকারি একটি ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, এমারুল হক (৫০), তার স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের ৪ সন্তান পলাশ (১২), ফরহাদ (১০), ফাতেমা (৮) ও ওমর ফারুক (৪)।
এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও তা উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest