সুনামগঞ্জে এআইআইবি-কে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বানে নৌ র‍্যালি

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

সুনামগঞ্জে এআইআইবি-কে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বানে নৌ র‍্যালি

ভাটির কন্ঠ ডেস্ক :

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)র বার্ষিক সভার প্রাক্ষালে সুনামগঞ্জের হাওর এলাকায় পটাং নদীতে আকর্ষনীয় নৌ র‍্যালির আয়োজন করা হয়। হাউস, ক্লিন ও বিডব্লিওজিইডি’র উদ্যোগে “এআইআইবি: নবায়নযোগ্য জ্বালানির জন্য সমর্থন, কম-কার্বন অর্থনীতির পথে যাত্রা” স্লোগানকে সামনে রেখে নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য এআইআইবি-র জীবাশ্ম জ্বালানির উপর বিনিয়োগ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি।

২০২৪ সালের এআইআইবি বার্ষিক সভা, যা ২৫-২৬ সেপ্টেম্বর সমরকন্দ, উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু “সকলের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ”। সুনামগঞ্জের র‍্যালিতে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানিতে অব্যাহত বিনিয়োগ এআইআইবি-র টেকসই ও স্থিতিস্থাপকতার প্রতিশ্রুতি ক্ষুণ্ণ করে। বিশেষ করে হাওর অঞ্চলের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের বিনিয়োগ আরও বিপর্যয় ডেকে আনতে পারে।

র‍্যালির অংশগ্রহণকারীরা নৌকায় করে নদী পাড়ি দিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং এআইআইবি-র কাছে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। তারা সোলার এবং উইন্ড জ্বালানির প্রকল্পে অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যা শুধুমাত্র বাংলাদেশের কম-কার্বন অর্থনীতির দিকে রূপান্তরেই সহায়ক হবে না, বরং হাওরের মতো স্পর্শকাতর বাস্তুতন্ত্রকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে।

র‍্যালিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন,
“এআইআইবি-কে তাদের বিনিয়োগের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে। হাওর এলাকা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার, এবং এআইআইবি যদি সত্যিকার অর্থে টেকসই অবকাঠামো নির্মাণ করতে চায়, তবে তাদের অবশ্যই পরিষ্কার শক্তির সমাধানে বিনিয়োগ করতে হবে।”

র‍্যালিতে উপস্থিত ছিলেন হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (HAUS) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, মোঃ আলী হোসেন, শাওন আহমদ, ইমরান হোসেন প্রমুখ।