প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিবারের মতো এবারো আয়োজন করেছে ৩৩তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪।
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নসকস মিলনায়তনে উক্ত মেধাবৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নসকস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফখর উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুর রহমান, আবিদ রনি, সিনিয়র সদস্য আশিকুর রহমান মেম্বার, সহ:সভাপতি প্রিন্সিপাল হাসান আলী, সহ:সেক্রেটারি হোসাইন আহমদ, প্রচার সম্পাদক সোহেল মিয়া, হাফিজ সাইদুর রহমান প্রমূখ।
ঘোষনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা।
বৃত্তি পরীক্ষায় ৫ম ও ৮ম শ্রেনির স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা উক্ত পরীক্ষা বাস্তবায়ন ও সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest