দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী ১৭ বছর পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টায় উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা:হারুনুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস।উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম,ডা. হারিছ মিয়া, মো.দিলোয়ার হোসেন, মাও সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।এ সময় বক্তারা বলেন,আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এটাই বিধান, জামায়াতে ইসলামী সেই বিধানকে লক্ষ্য রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গত ষোল বছর দোয়ারাবাজার জামায়াত প্রকাশ্যে কোনো দলীয় কর্মকান্ড করতে পারেনি। উপজেলার জামায়াত নেতৃবৃন্দ নানা রকম মিথ্যা মামলার সম্মুখীন হতে হয়েছে।ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়ে রেখে ছিল। অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা ও গণমাধ্যম মুক্ত স্বাধীন। ছাত্রজনতার গণ-অভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে সংবাদকর্মীরা স্বাধীন হলো। তিনি দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানানোর পাশাপাশি আরও বলেন, জামায়াত ইসলাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জামায়াত ইসলাম গত ১৬ বছর তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। জামায়াত ইসলাম দখলদারি, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী নয়। যারা জামায়াত কিংবা শিবিরের নামে এসব করতে আসবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ার অনুরোধ জানাচ্ছি।উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, এলাকার উন্নয়নের সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মোতালিব ভুইয়া,মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী,এনামুল কবির মুন্না, আবু সালেহ মো:আলাউদ্দিন,আশিস রহমান,বজলুর রহমান, শাহনুর ওয়াদুদ তালুকদার সাগর প্রমুখ।এ সময় সাংবাদিক শাহ মাশুক নাইম, সোহেল মিয়া, মামুন মুন্সি, মাসুদ রানা সোহাগ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ বলেন,
জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ