জগন্নাথপুরে মিরপুরে বিএনপির দীর্ঘ ১৫ বছর পর কর্মী সভা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

জগন্নাথপুরে মিরপুরে বিএনপির দীর্ঘ ১৫ বছর পর কর্মী সভা

স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে
১৩ সেপ্টেম্বর ২০২৪ (শুক্রবার) বিকাল ৩ ঘটিঘায় মিরপুর বাজারে কর্মী অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি এম এ নূরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুছাব্বির আহমদ, আব্দুস সোবহান।
ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এম সুহেল,  সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, পৌর বিএনপির সহ সাংগঠনিক ফারুক আহমদ, পাইলগাও ইউনিয়ন বিএনপির সভাপতি তহুর মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু,
কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছাদিকুর রহমান নান্নু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহিন তালুকদার, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, ছাদেক আহমদ, রাসেল বকস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, ছাত্রদল নেতা আকমল হোসেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন, যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পারভেজ আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রচার সম্পাদক মতিউর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি লুৎফুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, যুবদল নেতা লাভলু মিয়া, এরশাদ মিয়া, জুনায়েদ আহমদ, অলিউর রহমান সুফি, ফাইমুল ইসলাম তুহিন, মিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরাজ খান, সাধারন সম্পাদক আদিল ইসলাম, ছাত্রদল নেতা কাওছার আহমদ, রুনু আহমদ।

উল্লেখ্যঃ
১৯৭৬ সালে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ সালে তাঁর শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তার ছিলেন এ দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান ছিলেন এ দলের চেয়ারম্যান। প্রতিষ্ঠাকালীন এ দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়। ১৯৭৯ সালে এ দল থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বিএনপি নেতাদের বক্তব্যের আলোকে ফুটে ওঠা ৫ আগষ্টে শেখ হাসিনা দীর্ঘ দিনের ক্ষমতা ছেড়ে পদত্যাগ করেন। সেই সময় থেকে উন্মুক্ত স্বাধীন সাধারন জনগন। নিজ নিজ অধিকারের কথা মুখ খুলে বলতে পারছে৷ এই মিরপুর বাসী সেই আওয়ামীলীগ সরকারের কাছে জিম্মি ছিল নিজের অধিকারের কথা বলতে পারছিল না, বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের লোকেরা দলীয় কোন সভা মিটিং করতে পারছিল তাই দীর্ঘ ১৫ বছর এই রকম উন্মুক্ত ভাবে সভা করা সম্ভব ছিল না, আজ সেই সরকারের পতনের পর জনসাধারণ স্বাধীন সেই সুবাধে আমরাও কর্মীসভা করতে পেরেছি। সাধারণ জনগন তাদের মনের কথা বলতে পারছে আগামি দিন গুলাতেই বলতে পারবে। তাই বিএনপির সংগঠনের উপর ভরসা রেখে বিএনপির মনোনীত প্রার্থীকে আগামি নির্বাচনী ভোট প্রদান করার জন্য আহব্বান জানান প্রত্যেক বক্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে হাফিজ আনোয়ার হোসেনের কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়
মিরপুর ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিতিতে কর্মীসভাটি সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ