স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা

ভাটির কণ্ঠ ডেস্ক:১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সন্ধ্যা ০৬.০০টায় “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন,
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার নবনিযুক্ত প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলার ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ
প্রফেসর রজত কান্তি সোম,সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার পুরাস্কার বিতরণ করা হয় এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ