জামালগঞ্জে প্রধান শিক্ষক ছাদিকুন্নেছা খানম”র বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪

জামালগঞ্জে   প্রধান শিক্ষক  ছাদিকুন্নেছা খানম”র বিদায় সংবর্ধনা

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদিকুন্নেছা খানম এর বদলীজনিত বিদায় উপলক্ষে
বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফারজেল হোসেনের সভাপতিত্বে সোমবার (৯ সেপ্টেম্বর ) কলকতখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বি জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
কলকতখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শামছুল আলম ।
এসময় আরো বক্তব্য রাখেন মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সারোয়ার, হাসনাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা,গজারিয়া চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাকর দাস মুকুল, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এরশাদ মিয়া।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলীম উদ্দিনের পরিচালনায় বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন সদ্য বদলীজনিত বিদায়ী প্রধান শিক্ষক ছাদিকুন্নেছা খানম।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের ইউপি সদস্য মো: আক্তার হোসেন , মো একরামুল হক, অঞ্জন দাস,বাবুল মিয়া,বদরুল ইসলাম,কলকতখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৬ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নীত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।

আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে বদলীজনিত প্রধান শিক্ষক ছাদিকুন্নেছা খানমকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ