ধর্মপাশায় বৈষম্য বিরোধী ছাত্র ও জনগণের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪

ধর্মপাশায় বৈষম্য বিরোধী ছাত্র ও জনগণের সাথে মতবিনিময়

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :

বৈষম্য বিরোধী ছাত্র ও জনগণের সাথে সুনামগঞ্জের ধর্মপাশায় মতবিনিময় সভা করেছেন প্রবীন রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (১৬ আগস্ট) ৩টার দিকে উপজেলা সদরের দশধরী গ্রামে তিনির নিজ বাসভবন জোরাইদা গার্ডের এ সভার আয়োজন করেন।
সভার প্রধান অতিথি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে ৭ দফা প্রস্তাব পেশ করেন।
সভায় মুফতি মোবারক হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়েত ইসলামের আমির মো. বুরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আওলাদ হোসেন তালুকদার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সভাপতি মাওলানা আজিজুল ইসলাম হাকিমি, মুফতি মহসিন উদ্দিন, ফজলুল হক, আব্দুস সালাম প্রমুখ।