খুরমা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

খুরমা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসে আলোচনা সভা

সুজন তালুকদার: ছাতকের খুরমা উচ্চ বিদ্যালয়ে
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক এর সভাপতিত্বে
সহকারী শিক্ষক সোহরাব হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস শহিদ, বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ মাছরুর ও সহকারী শিক্ষক মোহাম্মদ ছালিক আহমদ,
এসময় মোঃ আব্দুস শহিদ
ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল আলী রিপন,তরুণ সমাজসেবক রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন, প্রতিষ্টাতা সদস্য মোঃ ছোরাব আলী, দাতা সদস্য ও বর্তমান ইউপি সদস্য নাজমুল ইসলাম মিলাদ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার বিশিষ্টজন।এসএসসি পরীক্ষায় “A+” প্রাপ্ত শিক্ষার্থী কে নগদ ৫ হাজার টাকা পুরুস্কার দেন এবং আগামীতে এসএসসি পরীক্ষায় যারা “A+” পাবে তাদেরকে পুরুস্কার হিসাবে ৫ হাজার টাকা করে দিবেন ঘোষণা করেন।
সবার মধ্যদিয়ে
২০২২ সালে এসএসসি পরীক্ষায় GPA 5.00 অর্জন কারী বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সৈয়দা সালমা বেগম ও প্রবাসী অতিথিবৃন্দকে এসএমসি সদস্য সদস্যবৃন্দের পক্ষ থেকে
সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ সুলতান নুর উদ্দিনের মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ