প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী ,বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯আগস্ট) সকালে ১১টায় শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
কোটা বিরোধী আন্দোলনের সময় উপজেলার হাসপাতাল মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ উপজেলার বিভিন্ন রাস্তা আবর্জনা পরিষ্কার করে তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তা পরিস্কার করছেন। এসময় ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তা ব্যাগে তুলে নেন।
পরিস্কার-পরিচ্ছন্নতা অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা জানি বাংলাদেশ নতুন রুপে গঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভূমিকা ছিল বেশি। আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাই। আমরা নতুন ভাবে দেশকে স্বাধীনতা এনেছি।
আমরা নতুন ভাবে বাংলাদেশ কে দেখতে চাই। সন্ত্রাস, ঘুষখোর, দুনীতিবাজ মুক্ত দেশ দেখতে চাই। সেজন্য জামালগঞ্জকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা শিক্ষার্থীরা সড়কে নেমেছি। আমরা সকল আর্বজনা তুলে নিচ্ছি।
পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলার জামালগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest