বিজন দাস প্রলয়ের কবিতা- কৃষকের ছেলে

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪

বিজন দাস প্রলয়ের কবিতা- কৃষকের ছেলে

কৃষকের ছেলে
বিজন দাস প্রলয়

    কৃষকের ছেলে আমি
    লজ্জা নাহি করি,
    কৃষকের ছেলে বলে,
    গর্ববোধ করি।
    গরিবের ঘরে জন্ম আমার
    বাবা কৃষি কাজ করে
    আমাকে পড়ালেখা করায় বলে ,
    বাবা গর্ববোধ করে।

    আমার স্বপ্ন অনেক বড় আইনজীবী হবো,
    সব সময় গরীব দুঃখী মানুষের ন্যায় এনে দেবো।
    বাঙালির ঘরে জন্ম আমার বাংলা ভালবাসি,
    তাইতো আমি কৃষকদের অনেক ভালবাসি।
    কৃষকেরা হলো দেশের সম্পদ সকলের হয়তো নেই জানা ।
    কৃষক ছাড়া দেশে ভাত ঝুটবেনা এ কথাটা কোন চাকরিজীবী ভূলো না।।